নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা- কসবায় আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত শুক্রবার (২ফিব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে কসবা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে নির্বাচিত আনিসুল হক এমপি তৃতীয়বারের মতো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়। হাজার হাজার জনতার উপস্থিতিতে গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি মোঃ গোলাম হাক্কানীর সভাপতি প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, শেখ হাসিনা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন বাংলাদেশের ভাগ্য দেশের জনগণ নির্ধারণ করবেন বাহিরের কেউ নয়। তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের ও দেশের সেবা করে যাব তিনি কসবা উপজেলায় একটি মেডিকেল কলেজ অথবা একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করন সহ এলাকার সার্বিক উন্নয়নের কাজ করার কথা ঘোষণা করেন।

কসবা পৌরসভা সাবেক মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন : আইন সচিব মোঃ গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি কাজী মোঃ আজহারুল ইসলাম,কুটি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সরকার, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুস্তম খাঁ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম আহ্বায়ক কাজী মানিক । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published.