নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে মার্কিন সিনেটররা দেশের জনগণকে অপমান করেছেন…আইনমন্ত্রী

প্রশান্তি ডেক্স ॥ বিএনপি-জামায়াত দেশের লুট করা টাকা খরচ করে বিদেশের কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে এবারের সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

মার্কিন সিনেটরদের চিঠি লেখা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দেশের জনগণকে অপমান করেছেন। দেশের উন্নয়ন ও জনগণের সুখ তাদের সহ্য হয় না। দেশের কিছু জনবিচ্ছিন্ন মানুষ বিদেশিদের দিয়ে এই চিঠি লিখিয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বারবার দেশের নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তারা দেশের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে জনগণের কষ্ট ও প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন।

Leave a Reply

Your email address will not be published.