কসবায় ইউপি নির্বাচনে মায়ের ঋণের কারণে ছেলের মনোনয়ন পত্র বাতিল

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার কুঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ এপ্রিল। গত সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে চেয়ারম্যান পদে মায়ের ঋণের দায়ে মোহাম্মদ ফারুক ইসলাম নামের একজনের মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস। যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হন চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন ।

রিটার্নিং কর্মকর্তা অমিত কুমার দাস বলেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র চেয়োরম্যান পদপ্রার্থী মোঃ ফারুক ইসলামের মায়ের ঋণের জামিনদাতা হিসেবে আইপি ডিসি ফাইন্যান্স লিমিটেড নারায়ণগঞ্জ শাখার ঋণ খেলাপি। এজন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং নির্বাচন বিধিমালা মোতাবেক ফারুক ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মায়ের ঋণ (গেম) খেলাপি এবং মনোনয়নপত্র বাতিল ভুয়া প্রসঙ্গে ফারুক ইসলাম বলেন, ‘আমরা মা এখনো বেঁচে আছেন। আমার মায়ের ঋণের জন্য তো আমার মনোনয়নপত্র বাতিল হতে পারেনা।

Leave a Reply

Your email address will not be published.