বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছেন ……  কসবায় আইনমন্ত্রী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষবাড়িয়া) প্রতিনিধি ॥ বিএনপির  ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন- বিএনপি নেতারা এখন আবোল-তাবোল বকছে। এরা এখন অস্তিত্বহীন হয়ে পড়ছে। ওদের নেতাদের এখন মাথা ঠিক নেই। গত শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে  ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত  মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে র্স্মাট উপহার পাওয়ার প্রকল্পের ৮০ জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাবটপ বিতরণী অনুষ্ঠানে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি উপরোক্ত কথা বলেন।

ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বি পি এম, উপজেলা চেয়ারম্যান এডভোকেট  রাশেদুল  কাওসার ভূইয়া  জীবন ও কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী  তৃনা তানজিনা ।

ল্যাপটপ বিতরণ শেষে মন্ত্রী বলেন, পুরুষের পাশা-পাশি নারীরা এগিয়ে এসেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এই ল্যাপটপের মাধ্যমে আপনাদের কাছে  বিশ্বের সব প্রান্তের দরজা খুলে গেল।  চাকুরীর জন্য নয় বরং চাকুরী দেয়ার জন্য  আপনাদের দক্ষতা বৃত্তি করুন। ফ্রি ল্যান্সিং করে নিজের জীবনটাকে ঘুড়িয়ে ফেলুন। আগামী দিনে আপনারাই হবেন এই উপজেলার  অনুকরনীয়।  আপনাদের নিয়ে আমরা গর্ব করবো।

পরে মন্ত্রী  সমাজসেবা অধিদপ্তর কতৃক পরিচালিত ১০টি বে সরকারী ক্যাপিটেশন  গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেণ। এছাড়া উপজেলা কৃষি বিভাগ কতৃক ১৩শত প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণর কার্যক্রম উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা  প্রকল্প বাস্তবায়ন বিভাগ কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published.