৭১-এর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেতনা ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল

প্রশান্তি ডেক্স ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। আওয়ামী লীগ সেই চেতনাকে ধ্বংস করেছে বাকশালের মাধ্যমে।’

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে সদ্যপ্রয়াত জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপি এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ে বিএনপির রাজনীতি অত্যন্ত শক্তিশালী। আওয়ামী লীগ সংগ্রামী এই জেলাতেই পুলিশের মাধ্যমে প্রকাশ্যে সব সময় বাধা সৃষ্টি করেছে। তারপরেও এখানকার কেউ মাথা নিচু করে থেমে নেই।’

তিনি তৈমুর রহমান প্রসঙ্গে বলেন, ‘ঠাকুরগাঁও থেকে আমরা এক লড়াকু সৈনিক হারিয়েছি। ’৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে তার আত্মত্যাগ ভুলতে পারবো না। তিনি ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবীদ। রাজনীতি ছাড়া তিনি কিছুই ভাবতেন না। আমাদের কঠিন সময়ে তার বিচক্ষণতা-নিষ্ঠায় সংগঠন শক্তিশালী হয়েছে। এখন তার প্রেরণায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। আমরা সংগ্রাম করছি, এই সংগ্রামকে তীব্র থেকে আরও তীব্রতর করে তুলবো।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন ভিন্নভাবে ছদ্মবেশে আবার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়া এই অবৈধ সরকারকে ক্ষমতায় থাকতে দিলে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হবে।’

সভাশেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় সংগঠনটির অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.