ব্রাজিলের জার্সি পেলেন প্রধানমন্ত্রী

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পুরো বিশ্বের মতো ব্রাজিলিয়ান ফুটবলের অগনিত ভক্ত রয়েছে বাংলাদেশেও। শুধু ফুটবল বিশ্বকাপের সময়ই নয়, সারা বছরই ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সি চোখে পড়ে বাংলাদেশি অনেক ভক্তের গায়ে। সেই হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

গত সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

Leave a Reply

Your email address will not be published.