কসবায় বিএসএফ এর গুলিতে একজন নিহত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের পুটিয়া কাটাতারের বেড়ার পাশে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের এক যুবকের মূত্যু ঘটেছে।  নিহত যুবকের নাম মেহেদী হাসান (২৫)। সে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের জারু মিয়ার পুত্র। কসবা থানার অফিসার ইনর্চাজ রাজু আহম্মেদ ও স্থানীয় পুটিয়া গ্রামের অধিবাসী মুনজু মিয়া নামক এক যুবক জানান- সকাল ৯ টার দিকে পুটিয়া সীমান্তে কাটাতারের বেড়ার পাশে পিলার নাম্বার ৫০/৪-এফ কিছু যুবক ভীর করলে বিএসএফ তাদের উদ্দেশে গুলি করলে ঘটনাস্থলে মেহেদী হাসান গুলিবিদ্ধ হয়। পরে তাকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ মেহেদী  হাসানের লাশ ব্রাহ্মবাড়িয়া সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। নিহত যুবকের পিতা জারু মিয়া জানান- তার ছেলে পুটিয়া সীমান্তে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল।

পুটিয়া গ্রামের হাবীবুর রহমান (৪০) নামক এক ব্যক্তি জানান- মেহেদী হাসানের ভায়রা ভাই রিফাত মিয়া (৩০) এর পুটিয়া গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল মেহেদী হাসান। গত বছর রিফাতের শালিকাকে বিয়ে করেন মেহেদী হাসান।

৬০ ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল জাবের বিন জব্বার জানান- বিএসএফ এর গুলিতে  মেহেদী হাসান নিহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে বিস্তারিত পরে জানাবো।

এদিকে প্রত্যক্ষদশিরা জানান- মেহেদী হাসানের পড়নে থ্রি কোয়াটার প্যান্ট পরিহিত ছিল। বিএসএফ তাকে পেছন থেকে গুলি করে। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে মেহেদী হাসানে গ্রামের বাড়ি কায়েমপুরে চলছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published.