বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে গত বুধবার (২৪ এপ্রিল) এ মন্তব্য করেন পাকিস্থানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্থানভিত্তিক সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে এখন আমাদের লজ্জা হয়।’

তিনি আরও বলেন, ‘ “পূর্ব পাকিস্থানকে” এক সময় দেশের বোঝা মনে করা হতো। কিন্তু এখন শিল্পায়নের প্রবৃদ্ধিতে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে তারা।’

শাহবাজ শরিফ বলেন, ‘আমি ছোটবেলায় শুনতাম, “পূর্ব পাকিস্থান” একটি বোঝা। আজ সেই বোঝা কোথায় পৌঁছেছে (অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে), আপনারা তা দেখছেন। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতের প্রায় সব সূচকেই পাকিস্থানের চেয়ে এগিয়ে আছে।’

Leave a Reply

Your email address will not be published.