আরাকান আর্মি ১০বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে এবং ফেরত দিয়েছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদে মাছ ধরতে যাওয়া ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গত বুধবার বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে যান জেলেরা। এ সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করি তারা (জেলেরা) দ্রুত ছাড়া পাবেন।

অপহৃতরা হলেন সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আয়ুবুল ইসলাম, মো. সোহান, জানি আল, আব্দুর রহিম, মো. আনোয়ার, ওসমান গনি, আবুল হাসিম, মো. ওসমান।

অপহরণের বিষয়টি স্বীকার করে উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘জেলেরা নাফ নদে বাংলাদেশ অংশে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন। আরাকান আর্মির সদস্যরাই আমাদের জেলেদের নিয়ে গেছে। কারণ রহমতের বিল সীমান্তের ওপারে মিয়ানমারের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছেন তারা, তাই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়েও জানানো হয়েছে।’

তিনি জানান, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনই এ কাজ করেছে বলে শুনেছেন।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকতা তানভির হোসেন জানিয়েছেন অপহৃতরা ফেরত এসেছে এবং যার যার বাড়িতে চলে গেছে। এ বিষয়ে থানা বা বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.