চীন বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ দিচ্ছে

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ চীনের ১০টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি কিছু শিক্ষার্থীকে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর একটি হোটেলে বিল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার ও মালিশাএডুর যৌথভাবে এডুকেশন এক্সপো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক্সপোতে চীনের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে কলেজ শিক্ষার্থীরাও একটি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া সেরা ১০ জন বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবেন তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে আবাসন সুবিধা থাকবে এবং প্রতি মাসে দেওয়া হবে ৪০ হাজার টাকা উপবৃত্তি।

এছাড়া বাংলাদেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে ফ্রি স্কলারশিপ দেওয়া হবে। এক্সপোতে ঢাকায় চীনের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দেন মালিশাএডুর চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী ও ব্যবস্থাপনা পরিচালক ড. মারুফ মোল্লা।

Leave a Reply

Your email address will not be published.