কসবা (ব্রাহ্মণবাাড়য়া) প্রতিনিধ ॥ গত সোমবার (২০ জানুয়ারি) রাত ১১ টায় অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই সুজন চন্দ্র মজুমদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা পৌর এলাকার শাহপুর পূর্ব পাড়ার নসু মিয়ার বাড়ির সামনে পুকুরপাড় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মৃত আমির হোসেনের পুত্র রবিউল ইসলাম মিলন ( ২৮)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।