ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন হৃদয় (২৫) নামে এক যুবক। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) পলাশ তালুকদার গত রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার দুপুরে কার্যালয় থেকে একটি চায়ের কেটলি চুরি করে পাশের একটি ওষুধের দোকানে বিক্রি করেন হৃদয়। কিছুক্ষণ পর আবারো চুরি করতে গেলে অফিসকর্মীরা তাঁকে ধাওয়া করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. নাঈম আশরাফ তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র বলছে, মাদকাসক্ত হৃদয় দীর্ঘদিন ধরেই চুরির মতো কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি সার্কিট হাউসের বৈদ্যুতিক তার চুরির ঘটনাতেও তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।